
আলহাজ আলী রনি: সিরাজগঞ্জ RAB–১২ শুক্রবার দিবাগত রাতে তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে এম.এম বি ইট ভাটার সামনে কাঁচা রাস্তার উপর অভিযানে চালিয়ে ২০লিটার দেশীয় তৈরি.চোলাই.মদসহ.৩.জন.মাদক.ব্যবসায়ীকে.গ্রেফতার.করেছে.সিরাজগঞ্জ.RAB.১২.এর.স্পেশালকোম্পানি।গ্রেফতারকৃত.হলেন.১।শ্রী-রতন.বসাক(২২)২)মোঃ-মাহমুদুল হাসান(৩৩)৩)মোঃ-মনিরুজ্জামান তালুকদার(৩১)থানা-সলঙ্গা জেলাঃ-সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ RAB–১২ শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ RAB–১২ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় তৈরি চোলাই মদ,মোবাইল ফোন,নগদ টাকাসহ হাতে নাতে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।