সিরাজগঞ্জ বাঘাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত -২

সড়ক দুর্ঘটনা

আসাদুজ্জামান বিকাশ : পাবনা-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার ৯ই আগষ্ট দুপুর নাগাদ সরকার ট্রাভেলস বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৫-৭টি ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অনেকে।