
আলহাজ আলী রনি, স্টাফ রিপোটারঃ সিরাজগঞ্জ র্যাব-১২ পাবনা জেলার সাঁথিয়া থানার পাটগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ৪৯২ পিচ ইয়াবাহসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি।গ্রেফতারকৃত হলেন ১।মোঃ-জাকাত আলী(৩৭)গ্রাম-পাটগাড়ী থানা-সাঁথিয়া জেলাঃ-পাবনা।
সিরাজগঞ্জ র্যাব-১২ শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৯২ পিচ ইয়াবা, মোবাইলফোনসহ হাতে নাতে ১ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয়,পাবনা জেলার সাঁথিয়া থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।