সিরাজদিখানে ৩৫৫ পিস ইয়াবাসহ আটক-২

শ্রীনগর-সিরাজদিখান সংবাদদাতা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১১ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ ২ জন কে আটক করেছে ।

শুক্রবার ২৪ নভেম্বর রাত সাড়ে ১০ টায় দিকে র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানাধীন রাজানগর গ্রামের মৃত ছিটু মাতবর এর বসত ঘরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দ্বীন ইসলাম (৪০), এবং বাদল (২২), পিতা-মৃত নুর মোহাম্মদ কে ৩৫৫ (তিনশত প ান) পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ৮,১২৯/- (আট হাজার একশত ঊনত্রিশ) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১,০৬,৫০০/- (এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা। এ ব্যপারে আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।