সিরাজ সিকদারের গ্রাফিতি নষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

সিরাজ সিকদারের গ্রাফিতি বিনষ্ট করার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি ভিসি চত্বর ও মধুর ক্যান্টিন হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, সিরাজ সিকদার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন। সামন্য একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার গ্রাফিতি নষ্ট করা অবমাননার শামিল। যারা এই কাজ করছে তারা নিজেরাও ফ্যাসিবাদী চরিত্রের। এ সময় মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না করার দাবিও জানান তারা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর একটি ফেসবুক পোস্ট নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের দেয়ালে আঁকা সিরাজ সিকদারের গ্রাফিতিটি মুছে ফেলেন।