
ক্রীড়া ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে। সবকিছু ঠিক থাকলে বক্সিং ডে থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।
আর এই সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার পল রাইফেল। কিছুদিন আগে ভারত-ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টে ভুবেনশ্বর কুমারেরকরা থ্রোতে মাথায় আঘাত পান পল রেইফেল। আঘাত পাওয়ার পর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নিজেকে ফিরে পেতে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার।
আঘাত পাওয়ার পর অনেকেই ভেবেছিল তার ক্যারিয়ারই বুঝি শেষ হতে চলল। কিন্তু দ্রুতই ফিরছেন তিনি। আর ফিরে এবার মাঠে হেলমেট পড়ে মাঠে নামবেন কিনা জানতে চাইলে তিনি জানান।
পল রেইফেল বলেন, ‘এটা খুবই ভারি ও গরম। পাঁচদিন এটি পড়ে থাকাটা অসম্ভব। এমনকি এটি পড়লে কোনো কিছু শোনাও যায় না।’