আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতি ঘোষণা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার ক্রেমলিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার ইরান ও তুরস্ক জানিয়েছিল, ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে একটি শান্তিচুক্তির মধ্যস্থতা করতে তারা প্রস্তুত।
বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে সব ধরণের যুদ্ধ স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি বাহিনী। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ও সাবেক নুসরা ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
কয়েকটি বিদ্রোহী গ্রুপের নেতারা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কোন গ্রুপগুলোকে এই তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে পুতিন বলেন, ‘আমাদের যৌথ কাজের একটি উল্লেখযোগ্য ফলাফল এটি’
একই সঙ্গে তিনি জানান, সিরিয়ায় মোতায়েন করা মস্কোর সেনা সংখ্যা কমিয়ে আনা হবে।