সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শিশুদের পক্ষে রোনালদো

ক্রীড়া ডেস্ক : নতুন বছরের ঠিক আগে বড় দিনের ছুটিতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের কর্মব্যস্ততার ফাঁকে মানবতার জয়গান গেয়েছেন পর্তুগিজ এ সুপারস্টার। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শিশুদের প্রতি সহানুভূতি ঝরেছে তার কণ্ঠে।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। আইএস, সরকারি বাহিনী এবং বিভিন্ন গোত্রের যুদ্ধের ফলে সেখানকার শিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। শিক্ষার সঙ্গে মৌলিক চাহিদাগুলোও ঠিকমতো পূরণ হচ্ছে না তাদের। সেসব বিপদগ্রস্ত শিশুদের পক্ষে কথা বলেছেন বর্তমান সময়ে ফুটবলের অন্যতম সেরা তারকা রোনালদো। বড় দিনের উৎসবের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার শিশুদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন রোনালদো।

সেভ দ্যা চিলড্রেনের শুভেচ্ছাদূত রোনালদো। কয়েকদিন আগেই ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন তিনি। সিরিয়ার শিশুদের উদ্দেশে ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা সিরিয়ার শিশুদের জন্য।আমরা জানি তোমরা খুবই খারাপ অবস্থায় রয়েছ। আমি খুবই বিখ্যাত একজন ফুটবলার। কিন্তু সত্যিকারের নায়ক তোমরাই। আশা ছেড়ো না। পৃথিবী তোমাদের পক্ষে। আমরা তোমাদের সমর্থন করি। আমি তোমাদের সঙ্গে রয়েছি।’