
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ থেকে জানানো হয়, দামেস্কোর পার্শ্ববর্তী অধিকাংশ এলাকা সেনাবাহিনী তাদের দখলে এনেছে। মাত্র ২০ শতাংশ এলাকা আহরার শাম, জাইশ আল-ইসলাম ও রাহমান কর্পস ইত্যাদি বিদ্রোহী দলের অধীনে রয়ে গেছে।
এর আগে শুক্রবার কাবুন থেকে শত শত বিদ্রোহীদের তাদের পরিবারসহ অবরুদ্ধ দামেস্কোর শহরতলী থেকে অপসারণ করা হয়। চুক্তি অনুযায়ী আজ দ্বিতীয় দফায় অপসারণ হওয়ার কথা।
সিরিয়ার রাজধানী দামেস্কোর শহরতলী থেকে পরিবারসহ বিদ্রোহীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
সরকার ও সশস্ত্র বিরোধীদের মধ্যে সমঝোতা অনুযায়ী এই অপসারণ করা হচ্ছে। সাম্প্রতিক তীব্র সংঘর্ষের পর বিদ্রোহীরা আত্মসমর্পণ করে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানায়, রোববার দামেস্কোর উপকণ্ঠের কাবুন এলাকা থেকে বিদ্রোহী ও বেসামরিক লোকজনকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, সরকারী বাহিনী ও তাদের সহযোগীরা রাজধানীর অভ্যন্তরের ও পার্শ্ববর্তী এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া শুরু করেছে।
সানা বলেছে, ৭১৮ জন বিদ্রোহীসহ ১২৪৬ জন লোককে উত্তর-পূর্ব দামেস্কোর বার্জেহ ও তিশরিন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, ৭০০ লোককে স্থানান্তরিত করা হয়েছে। গত সোমবার বার্জেহ থেকে প্রথম দফায় স্থানান্তর শুরু করা হয়।
পাশাপাশি পূর্ব গুতায় বিদ্রোহীদের হাতে থাকা বিচ্ছিন্ন শহর ও খামার এলাকাগুলো থেকেও লোকজনকে সরানো হচ্ছে। ২০১৩ সাল থেকে ওইসব এলাকা সরকার অবরোধ করে রেখেছে।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ লোকজনকে য্দ্ধুস্থল থেকে স্থানান্তরের প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করছেন। একই সঙ্গে তার সরকারের ভাষ্যমতে, বিদ্রোহীদের সঙ্গে ‘মিটমাট’করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকেও স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ছয় বছরব্যাপী চলমান এই গৃহযুদ্ধের রক্তক্ষয় থামাতে কার্যকর ভূমিকা নেবে এসব পদক্ষেপ।
তবে জাতিসংঘ লোকজন সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়ার সমালোচনা করছে। তাদের ভাষ্যমতে, বেসামরিক লোকদেরকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। এর আগে তারা সিরিয়ার সেনাবাহিনীর অবরোধ কৌশলেরও বিরোধিতা করেছে।
সিরীয় বাহিনী রুশ বিমান বাহিনী ও ইরান-সমর্থিত স্থলবাহিনীর সহায়তায় ধীরে ধীরে বিদ্রোহীদের অধীনে থাকা বিচ্ছিন্ন এলাকাগুলো নিজেদের দখলে আনছে। গত কয়েক মাসে কাবুন ও বার্জেহ এলাকায় সেনা অভিযান জোরদার হয়। ফলে ওই এলাকায় ২০১৪ সাল থেকে বিদ্রোহীদের সঙ্গে চলতে থাকা সন্ধী ভেঙে পড়ে। পাশাপাশি পূর্ব গুতায় রসদ সরবরাহ করার জন্য ব্যবহৃত সুড়ঙ্গ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এতে খাদ্য সংকট সৃষ্টি হয় ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। দক্ষিণ দামেস্কোর ইয়ারমুকের ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির থেকে লোকজনকে স্থানান্তরের একাধিক প্রচেষ্টা করা হলেও তা বারবার ভেস্তে গেছে।
২০১১ সালের মার্চে আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে শুরু হয় সিরিয়ার বর্তমান সংঘাত। কিন্তু দ্রুত তা পুরোপুরি গৃহযুদ্ধে পরিণত হয়। এতে এখন পর্যন্ত হাজার হাজার লোক মারা গেছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন