আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশতাদিক। তুরস্ক সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের আতমেহ এলাকায় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে।
চরমপন্থী সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
হামলায় নিহতদের অধিকাংশই ফাইলাক আল শাম গ্রুপের সদস্য। এই গ্রুপটি তুরস্কের সমর্থন নিয়ে আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতো। বিদ্রোহীরা তুরস্ক থেকে ইদলিবে প্রবেশের জন্য আতমেহ চৌকিটি ব্যবহার করতো। এখান থেকেই আইএস বিরোধী অভিযান পরিচালিত হতো।
দূর নিয়ন্ত্রিত নাকি গাড়ি বোমা দিয়ে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, বোমাটি আগে থেকে পুঁতে রাখা ছিল। কারণ ওই এলাকায় কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই।
এক প্রত্যক্ষদর্শীর পাঠানো ছবির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। নিহতদের মধ্যে ২০ জন ফাইলাক আল শামের সদস্য।