আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হবে।
প্রস্তাবের খসড়ায় সিরিয়াজুড়ে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার খড়সা প্রস্তাবে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে রাজনৈতিক প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। সিরিয়া সরকার ও বিরোধী গোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনায় আগ্রহী রাশিয়া। আগামী মাসে কাজাখস্তানে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার বিবদমান পক্ষগুলো নিয়ে যুদ্ধবিরতির বিষয়ে বৈঠক হবে।
একদিন আগে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু কিছু স্থান বাদে দেশটির অধিকাংশ জায়গায় তা কার্যকর হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হলেও কিছু স্থানে সংঘর্ষ, বোমা হামলা, বিমান হামলা হয়েছে। যুদ্ধবিরতি মানেনি ইসলামিক স্টেট (আইএস), জাবহাত ফাতেহ আল-শাম ও কুর্দি বাহিনী ওয়াইপিজে।