আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক দাবি করেছে, রোববার তাদের স্থল ও আকাশ অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৪৮ সদস্য নিহত হয়েছে।
এ দিন বিমান হামলায় তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার মধ্যে আইএসের ২৩টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার তুর্কি সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে।
রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রায় চার মাস আগে সিরীয় বিদ্রোহীদের পক্ষে ‘ইউফ্রেতিস শিল্ড’ নামে অভিযান শুরু করে তুরস্ক। সীমান্তাঞ্চল থেকে আইএস হঠানোই তাদের লক্ষ্য ছিল। সম্প্রতি ব্যাপক সামরিক অভিযানের মধ্য দিয়ে আইএসের নিয়ন্ত্রণে থাকা আল-বাবা শহর দখল করে তুরস্ক ও সিরিয়ার সরকারবিরোধী যুদ্ধরা।
সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আইএস-বিরোধী যুদ্ধ আরো জোরালো করার ঘোষণা দেয় দেশটি। নতুন বছরের শুরুতে ইস্তাম্বুলের নাইট ক্লাবে হামলায় ৩৯ জনকে হত্যার দায় স্বীকার করে আইএস।