সিলেটের আতিয়া মহলে সেনা অভিযানের পর এখন চলছে র‌্যাবের অপারেশ ক্লিন

সিলেট সংবাদদাতা : সিলেটের আতিয়া মহলে সেনা অভিযানের পর এখন চলছে র‌্যাবের অপারেশ ক্লিন।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অপারেশন চলে। এই নিয়ে সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়।

অভিযানে জঙ্গিদের রেখে যাওয়া দুটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক আলী হায়দার আজাদ।

আতিয়া মহলের পাশে একটি বাড়িতে ওই প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই স্তুপের নিচে বোমা থাকার আশংকা থাকায় অপারেশন চলছে খুব সতর্কতার সাথে।

এ সময় র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিমের প্রধান লে. কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

র‌্যাব- ৯ এর অধিনায়ক জানান, আতিয়া মহল পুরোপুরি ক্লিন করতে ঠিক কতদিন লাগতে পারে তা ঠিক করে বলা যাচ্ছে না।

এর আগে আজ দুপুরে গতকালের উদ্ধার হওয়া দুই জঙ্গির লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।