সিলেটের কানাইঘাটে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

আদনান চৌধুরী : সিলেট : ( ৬ জুলাই)গোপন সংবাদের ভিত্তিতে  সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল অফিসার ইনচার্জ  গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায়  ৬ জুলাই  রাতভর অভিযান পরিচালনা করে ০৫নং বড়চতুল ইউনিয়নের এলাকা ও থানার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামি কে গ্রেফতার করেছে  কানাইঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো : সিলেট জেলার কানাইঘাট থানাধীন হকারাই আগ্রীপাড়া গ্রামের আব্দুল কালামের ছেলে মো: মাছুম মিয়া (৩৫), মৃত ওয়াজির আলির ছেলে বিলাল উদ্দিন (৫০), কানাইঘাট থানাধীন হারতৈল বেতু গ্রামের আ: নুরের ছেলে তাজ উদ্দিন (৩৫),   থানাধীন ফালজুর পূর্ব গ্রামের
আজির উদ্দিনের ছেলে  জাবির আহমদ, এবং একই এলাকার  মৃত ননুরাই মিয়ার ছেলে মো: আখমল মিয়া (৫০)- কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

আসামিদের গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন কানাইঘাট থানার মিডিয়া কর্মকর্তা দেবাশীষ শর্মা এস আই( নি:) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।