
জেলা প্রতিনিধি :- সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশ পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলালত ১৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- পরোয়ানাভুক্ত আসামী উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের রাতাছড়া পাহাড়ি এলাকার মৃত আব্দুর করিমের ৪ ছেলে ১। লুকমান (২৫),২।ময়নুন(২৭),৩।আব্দুল হান্নান (৪০),৪।জয়নাল(৩০),এবং একই এলাকার আবদুর রহিমের ছেলে ৫।সাদ্দাম হোসেন (২৫), ও মৃত মশাহিদ আলীর ৪ ছেলে, ৬।জামাল উদ্দিন (৪৮),৭।আজির উদ্দিন (৪৬),৮।আলিম উদ্দিন (৩৮), ৯। শাহাব উদ্দিন (৫০),
১০।উত্তর মুক্তারপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে আলী আহমদ (৩২),
১১।নয়াগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কামাল উদ্দিন , ১২।সেলিম উদ্দিন (৩১), ১৩।মুহিবুর রহমান (৫৬), এবং ১৪। লালারচক(পশ্চিম) গ্রামের মৃত তোয়াহিদ আলীর ছেলে রউফ মিয়া ওরফে রুহুল আমিন।
পুলিশ জানায় গত ১৯ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় কানাইঘাট থানাধীন বিভিন্ন পাহাড়ি এবং সমতল এলাকায় পুলিশের একাধিক চৌকস দল অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।