
আদনান চৌধুরী :সিলেট: (২৮ জুলাই) রাতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১২ নং সদর ইউপির উনাই হাওরে ডাকাত সন্দেহে গোয়াইনঘাট থানাধীন লাবু, আলীরগ্রাম,ও দেওয়ারগ্রামের লোকজন ডাকাত সন্দেহে গন পিটুনিতে সালেহ আহমদ (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়।
সংবাদ পাওয়ামাত্র গোয়াইনঘাট থানার এস আই জহিরুল ইসলাম খান ফোর্ষসহ ঘটনাস্থলে আসেন এবং মুমূর্ষু অবস্থায় সালেহ আহমদকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় মানুষের সহায়তায় সরকারি এম্বুলেন্সের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের পৌছালে কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় : প্রাথমিক ভাবে জানা যায়, সালেহ আহমদ আন্তজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তাহার বিরুদ্ধ থানায় ৬ টি মামলা সহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।