
আদনান চৌধুরী : সিলেট: (১৪ জুলাই) শুক্রবার রাতে সিলেট রেঞ্জের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃওমর ফারুক এর দিক নির্দেশনায় সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ৫১(একান্ন)বস্তা চিনির চালানসহ ১ যুবককে আটক করেছে।
এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ৷
আটককৃত আসামি হলো- সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানাধীন ঘাটের চটি গ্রামের শহিদ মিয়ার ছেলে শিহাব মিয়া ( ২০)।
(১৪জুলাই) রাতে এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে ফোর্সসহ রাত্রিকালীন কিলো ডিউটি(মোবাইল ৯) করাকালে অত্র জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল ইউনিয়নের পানিছড়া অবস্থানকালে জানতে পারেন যে জৈন্তাজৈন্তাপুর থানা এলাকায় ভারতীয় সীমান্ত হতে একটি ডি আই পিকআপ গাড়ি ভর্তি অবৈধ ভারতীয় চিনি পরিবহন করে সিলেটের দিকে রওনা হয়েছে।
উক্ত সংবাদের বিষয় অফিসার ইনচার্জ কে অবহিত করে তাহার নির্দেশমতে তাৎক্ষণিক ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানাধীন ৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকার শাহ মাদার ফিলিং স্টেশনেরসামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি ডি আই পিক আপ বোঝাই ৫১(বস্তায় ) মোট ২৫৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন চোরাকারবারী আটক করে পুলিশ।
এসময় চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্রেশ কোম্পানির ৪৬ টি বস্তায় মোড়ানো ছিল বাকি ৫ টি ভারতীয় বস্তায় মোড়ানো সর্বমোট ৫১ টি চিনির বস্তা জব্দ সহ ১ জনকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় বাংলাদেশি বস্তায় মোড়িয়ে ভারত থেকে অবৈধভাবে আনয়নকৃত চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো।
আটকৃত আসামি ভারত থেকে আমদানিকৃত চিনির কোন বৈধ কাগজ- পত্র দেখাতে ব্যার্থ হয়।
উক্ত বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।