সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা বেগম (১০) ও তনিমা বেগম (৬)। অপরজনের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আবদুর নাসের বলেন, জকিগঞ্জ থেকে সিলেটগামী বাসটি গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১৮ যাত্রী আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে শুভা ও তনিমা এবং অপর এক যাত্রী মারা যায়।