আদনান চৌধুরী সিলেট: সোমবার : পুলিশ সুপার সিলেট মোঃ মাহবুবুর রহমানের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে এবং অতিরিক্ত পুলিশ সুপার ( জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর দিক নির্দেশনায়, যৌনকর্মী নিয়ে ফুর্তিকালে ডাকাতসহ ৪জন গ্রেপ্তার করতে সক্ষম হয় বিয়ানীবাজার থানা পুলিশ।
যৌনকর্মী নিয়ে রঙ্গলীলার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার একদল চৌকস পুলিশ, উক্ত থানার এজাহার নামীয় মামলা (০৪/৬৬) ১১/০৬/২০২৪ ইং তারিখ ধারা (৩৯৫) মামলার পলাতক আসামি ছাদিক আহমদ সহ আরো ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের হেলাল উদ্দিনের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার পলাতক ও এজাহারনামীয় আসামী ছাদিক আহমদ যৌনকর্মী নিয়ে ফুর্তি করছিলেন। পুলিশ তখন যৌনকর্মীসহ তাদের আশ্রয়দাতাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা হচ্ছে শ্রীধরা গ্রামের আজির উদ্দিনের ছেলে ছাদিক আহমদ, আশ্রয়দাতা মৃত কুতুব উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন, আষ্টঘরি গ্রামের আইনুল হকের পুত্র আলিম উদ্দিন ও সরাইল থানার পানেশ্বর গ্রামের সালাম হাওলাদার এর মেয়ে যৌনকর্মী তামান্না বেগম।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে যথাযথ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।