সিলেটের মোহাইল গ্রামে বিষাক্ত পটকা খেয়ে অসুস্থ আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার মোহাইল গ্রামে বিষাক্ত পটকা খেয়ে অসুস্থ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

বুধবার বেলা ১১টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সিফাতুন নেসা (৪০) নামে ওই নারীর মৃত্যু হয়। তিনি মোহাইল গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী।

মঙ্গলবার পটকা খেয়ে মারা যান মোহাইল গ্রামের আবদুর রহিম (৬০), তার ছেলে সুলেমান হোসেন (২৫) ও লোকমান হোসেন (২২) এবং প্রতিবেশী আনিসুল হকের ছেলে রাহিন (৮) ও মনি বেগম (১০)।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন উমর আলী (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৫), ছেলে কাওসার (১৭), মেয়ে সারিকা (১৮), তাদের প্রতিবেশী বোরহান উদ্দিন (৬০), জয়নাল আবেদীন (৪০), রাজিয়া বেগমসহ ১১ জন।

এদিকে পটকা খেয়ে দুই পরিবারের অসুস্থদের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া সিলেট সিভিল সার্জন অফিস থেকে জৈন্তাপুরসহ সিলেটের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পটকা না খাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।