সিলেটের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুরের ইটাখোলা স্টেশনের কাছে ৫৬ নং ব্রিজে সমস্যা থাকায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপ-প্রকৌশলী (পথ) রুহুল আক্তার খান জানান, ব্রিজের কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী পারাবত হবিগঞ্জের মনতলায় ও ঢাকাগামী কালনী মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে।