
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টাকালে তিনজনকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনকে সরকারি কাজে বাধা দেওয়ায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
ভোলাগঞ্জ এলাকায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে নিয়মিত পরিচালিত অভিযানের অংশ হিসেবে এসময় বেশ কয়েকটি বোমা মেশিন নষ্ট করা হয়।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, বিজিবি ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।