
নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, সিলেটে আব্দুস সামাদ আজাদের পর ওই এলাকার তৃণমূলের নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুতে দেশের রাজনীতিক অঙ্গনে বড় ক্ষতি হলো।
রোববার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে নিহতের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আমীর হোসেন আমু বলেন, ‘দেশ বা দল পরিচালনা করতে গেলে অনেক সময় আইনি সহায়তার প্রয়োজন পড়ে। এরকম কোনো সমস্যা হলে আমরা তার (সুরঞ্জিত) কাছে যেতাম, পরামর্শ নিতাম। একই সঙ্গে সংসদের মাননীয় স্পিকার পর্যন্ত তার দ্বারস্থ হতেন আইনি পরামর্শের জন্য। তিনি মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের ব্যক্তিত্ব ছিলেন। এ কারণে তিনি জীবদ্দশায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অসাম্প্রাদিয়ক জীবনযাপন করতেন। তিনি একজন অনুসরণীয় ব্যক্তিও।’
সদ্য প্রয়াত এ নেতাকে স্মরণ করতে গিয়ে আমু আরো বলেন, ‘আওয়ামী লীগ বা রাজনীতিক অঙ্গনে তার ভূমিকা কোনদিন ভোলার নয়। তিনি সৎ এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
রোববার দুপুরে ল্যাবএইড হাসপাতাল থেকে বর্ষীয়ান এ নেতার লাশ আনা হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মুকুল বোস, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।