
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে লায়েজ উদ্দিন (৫৩) নামে এক দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে দুদক ব্যারাকের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লায়েজ উদ্দিন দুর্নীতি দমন কমিশনে এসআই পদে কর্মরত ছিলেন।
তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। দুদক ব্যারাকে তিনি একা থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গাজীপুরে থাকেন।
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, রোববার সকালে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লায়েজের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।