সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনা

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটের ২ জন ও মৌলভীবাজারে একজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৪ জনে।

এ ছাড়া একই সময়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। আক্রান্তদের মধ্যে ৭৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮৫ জন।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৯ জন, হবিগঞ্জে ২৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ১১৫ জনসহ সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৮৭ জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এর মধ্যে সিলেটের ১৭৩ জন, মৌলভীবাজারের ২২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৮৭১ জন। এ ছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে এক হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৮ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৬৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৫ জন।