সিলেটে চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণচেষ্টার অভিযোগ

সিলেট শাহজালালের মাজার জিয়ারত করে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ট্রেনের ইলেক্ট্রিশিয়ান জাবেদ নামে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইলেক্ট্রিশিয়ান জাবেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর মিয়া।

শনিবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, খুলনার পাইকগাছা থেকে এই তরুণী তার দূর সম্পর্কের এক নানার সাথে সিলেট শাহ জালালের (র.) মাজার জিয়ারত করতে আসে। জিয়ারতের পর শুক্রবার (২৯ জানুয়ারি) সিলেট থেকে সুরমা মেইল ট্রেনযোগে বাড়ি ফিরছিল। ট্রেনটি শুক্রবার রাতে সোয়া বারোটায় মৌলভীবাজার শ্রীমঙ্গল রেল স্টেশনে আসলে এ তরুণী ধর্ষণের কথা বলে চিৎকার করলে উপস্থিত ট্রেনের যাত্রীদেরও সন্দেহ হয়। পরে ট্রেনের ইলেক্ট্রিশিয়ান জাহিদকে আটক করা হয়।

এ ঘটনায় তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নির্যাতিত তরুণীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।