নিজস্ব প্রতিবেদক, সিলেট : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে দুই হাজার ৬৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুল ইসলাম জানান, সিলেট শিক্ষাবোর্ডে ১২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুই হাজার ৬৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
তবে কোনো কেন্দ্রে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সিলেট শিক্ষাবোর্ডে এবার এক লাখ ৩২ হাজার ৯৬৯ জন জেএসসি পরীক্ষার্থী রয়েছে।