
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাসের হার ৯৩ দশমিক ৩৭ ভাগ।
গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৯ ভাগ। এ বছর পাসের হার কমেছে দশমিক ২২ ভাগ।
বৃহস্পতিবার সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৫ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪ হাজার ৪৫৭ জন এবং মেয়ে ৫ হাজার ৭৯৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৯৫৬।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডে এক লাখ ৩০ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পাস করেছে এক লাখ ২২ হাজার ৩৪ জন। ছেলেদের পাসের হার ৯৩.৫৩ ভাগ এবং মেয়েদের পাসের হার ৯৩.২৪ ভাগ।।