সিলেটে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জকিগঞ্জের বালাই হাওরে আল্লামা আবদুল লতিফ ফুলতলীরে ইছালের সওয়াব মাহফিলে পদদলিত হয়ে দুজন মারা গেছেন।

রোববার রাতে মাহফিল শেষে শিরনি সংগ্রহ করতে গিয়ে ওই দুজন মারা যান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, ইছালের সওয়াব মাহফিলে লাখো মানুষ অংশগ্রহণ করেন। রোববার রাতে মাহফিল শেষে শিরনি বিতরণকালে মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।