
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন দুই শ্রমিক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।