সিলেটে বেশকিছু পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর থেকে বেশকিছু পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-৯ এর অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার মো. আজাদ।

তিনি জানান, অভিযানে ৩০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, ৩০ টি হাই ইলেক্ট্রিক ডেটোনেটরসহ বেশ কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্যগুলো এতই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে এটি দিয়ে ২/৩ তলা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব। বিস্ফোরকগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটককৃতরা।