সিলেট : সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যার প্রতিবাদে আগামী বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার দিবাগত রাতে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক সভায় এ হরতালের ডাক দেওয়া হয়।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবদুর রকিব শিকদার, সহ-সভাপতি মো. আবদুল মুনিম মল্লিক মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী প্রমুখ।
গত ১৬ আগস্ট মোটরসাইকেল পার্কিং নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে করিম বক্স মামুন নিহত হন। এ ঘটনার পর মামুনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।