সিলেটে রকেট লঞ্চার উদ্ধার, আটক ১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকা থেকে একটি অবৈধ অত্যাধুনিক রকেট লঞ্চার (অ্যামুনেশন) উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় রকেট লঞ্চার সেলটি রাখার দায়ে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রণকেলী এলাকার একটি মাঠে রকেট লঞ্চার সেলটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের একটি টিম।

বৃহস্পতিবার র‌্যাব-৯-এর অধিনায়ক বসু দত্ত চাকমা বলেন, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী গ্রামে অভিযান চালিয়ে এ রকেট লঞ্চার সেলটি উদ্ধার করা হয়। এ সময় এটি রাখার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজসংলগ্ন একটি টিলায় র‌্যাব সেটি নিষ্ক্রিয় করে।