সিলেটে হোটেল থেকে অধ্যক্ষের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের হোটেল অনুরাগ থেকে ঢাকার হাবিবিয়া তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ও ইউনানী সমিতির মহাসচিব হাকিম ফেরদৌস ওয়াহিদ বুধুর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে হোটেলের দোতলার ২২৯ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি সিলেট সরকারি তিব্বিয়া কলেজের কোয়ালিফাইং পরীক্ষা নেওয়ার জন্য সিলেটে এসেছিলেন বলে কলেজ কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, কলেজে ভর্তির সাক্ষাৎকার নিতে ফেরদৌস ওয়াহিদকে সিলেটে এনেছিলেন কলেজ কর্তৃপক্ষ। সিলেটে আসার পর তিনি হোটেল কক্ষে রাত্রিযাপন করেন। সকালে সংশ্লিষ্টরা তাকে ফোনে না পেয়ে হোটেলে এসে বন্ধ দরজা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাকিম ফেরদৌস ওয়াহিদ স্ট্রোক করেছেন।

পুলিশ জানায়, এখানে তার নিকট আত্মীয় কেউ নেই। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ওসমানী হাসপাতালে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে বলে জানিয়েছেন হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ।