সিলেটে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ শীর্ষক স্লোগানে ১-৭ নভেম্বর পর্যন্ত সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।

এবার মেলায় ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট কর অঞ্চলের কর্মকর্তারা।

ব্যক্তি শ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হবে। তবে বিভাগীয় পর্যায়েই সপ্তাহব্যাপী মেলা চলবে।

সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. তৌহিদুল ইসলাম জানান, আয়কর মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রয়েছে।

তিনি জানান, মেলায় ই-টিআইএন বুথ, হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল ও জেলা সঞ্চয় অধিদপ্তরের বুথ থাকবে।

সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ জানান, করদাতাদের কর প্রদানে উৎসাহ দিতেই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। সিলেটে মেলা পরিদর্শনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আসতে পারেন।

এদিকে মঙ্গলবার বেলা ১০টায় সিলেটে আয়কর মেলার উদ্বোধনের কথা রয়েছে। সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী মেলা উদ্বোধন করবেন।