সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইট থেকে এ সোনা উদ্ধার করা হয়।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সোনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।