নিজস্ব প্রতিবেদকঃ এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।
রোববার (৩১ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, এবার বিষয়ভিত্তিক পরীক্ষার্থীরা ভালো ফলাফল করায় পাসের হার প্রায় ৮ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাটাও বেড়েছে।
তিনি বলেন, ২০১৯ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ ছিল ২ হাজার ৭৫৭ জন। আর এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৮৩ জন।