সীমানাপ্রাচীর নির্মাণে আমরা অর্থ দেব না : মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেছেন, ‘সীমানাপ্রাচীর নির্মাণে আমরা কোনো অর্থ দেব না।’

বিবিসির ব্রেকিং নিউজে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এক বার্তায় যুক্তরাষ্ট্রকে নিয়েতো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সীমানাপ্রাচীর নির্মাণে তার দেশ কোনো অর্থ দিতে পারবে না। সীমানাপ্রাচীর তোলার প্রস্তাবে তিনি মর্মাহত এবং তার দেশ সীমানায় বিশ্বাস করে না।

৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে নিয়েতোর। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র সফর বাতিল হচ্ছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাননি নিয়েতো।

বুধবার মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, হিসাবমতো প্রাচীর নির্মাণের শতভাগ অর্থ দিতে হবে মেক্সিকোকে। ট্রাম্পের এ বক্তব্যের পর মেক্সিকোর প্রেসিডেন্ট নিয়েতো তার দেশের অবস্থান পরিষ্কার করলেন।

নিয়েতো বলেছেন, ‘আমি আগেও বলেছি এবং আবারও বলছি, সীমানাপ্রাচীর নির্মাণ বাবদ মেক্সিকো কোনো অর্থ দেবে না।… প্রেসিডেন্ট হিসেবে মেক্সিকোর স্বার্থ ও মেক্সিকানদের রক্ষার পূর্ণ দায়িত্ব রয়েছে আমার।’

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক কী হবে, তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন নিয়েতো। আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।