আল-আমীন,মেহেরপুরঃ
চোরাচালানরোধে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে মতবিনিময় সভা করেছে বিজিবি। গতকাল রোববার বিকেলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৭ বিজিবি’র সি.ই.ও লে. কর্ণেল শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মাহাবুবুর রহমান (পি.এস.সি), মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: একেএম শফিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী মজিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুজামান শিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, সৈনিকলীগ নেতা জিয়াউর রহমান, কদম আলী প্রমুখ। প্রধান অতিথি মকবুল হোসেন বলেন, সীমার্ন্তে মাদক নির্মূলে বিজিবির পাশাপাশি জনগনের সহযোগিতা থাকতে হবে। কোনভাবেই যাতে সীমান্ত দিয়ে কোন মাদক বা অস্ত্র না আসতে পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাকদেরও সচেতন থাকা প্রয়োজন।