সীমান্তে পর্যাপ্ত নজরদারির পরও কিছু দালালের কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ

কক্সবাজার প্রতিনিধি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তে পর্যাপ্ত নজরদারির পরও কিছু দালালের কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে শুক্রবার দুপুরে কক্সবাজারের টেকনাফে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য কিছু দালালকে দায়ী করে বিজিবির মহাপরিচালক বলেন, নতুন করে রোহিঙ্গারা যাতে না আসতে পারে সে জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া মানবিকভাবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ তাদের অভ্যন্তরে সংঘাতের বিষয়টি স্বীকার করেছেন। তারা অনুপ্রবেশ রোধে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিজিবির টেকনাফ ২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রমুখ।