কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
৩৫ বিজিবি ক্যাম্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান জানান, শুক্রবার ভোরে ছাটকড়াইবাড়ি সীমান্তের কাছে বাংলাদেশি ব্যবসায়ীরা গরু আনতে যান। এ সময় ভারতের বুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই টুলু (৫৫) নিহত ও অপর গরু ব্যবসায়ী সেবাত (৩৫) আহত হন। তাদের বাড়ি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে।