সীমান্তে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্য বেদ প্রকাশ বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি কর্তৃক আটক। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হবে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫১ ব্যাটালিয়ন বিজিবি টহল দল কর্তৃক আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল।

এলাকাবাসী জানায়, ভারতীয় ও বাংলাদেশি যৌথ একটি গরু পারাপারকারীদের দল ওই সীমান্ত এলাকায় জড়ো হলে ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে দৌড়াতে থাকে। বাংলাদেশের তিনশত গজ অভ্যন্তরে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশকে আটক করে। বর্তমানে আটক বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক বিএসএফ সদস্য বিজিবি ক্যাম্পে আছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হবে।’