সীমান্তে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যায় পাথিলা গ্রাম থেকে মহেশপুর ৫৮ বিজিবির একটি দল এসব সোনা উদ্ধার করে।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পায় যে, সীমান্ত দিয়ে বড় ধরনের সোনার চালান ভারতে পাচার হবে। চালানটি আটক করার জন্য বিজিবির একটি দল উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ মাঠের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে আটকায় এবং তল্লাশি করে তার কোমরে থাকা একটি বেল্ট উদ্ধার করে।

একপর্যায়ে লোকটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত বেল্টের ভেতরে টেপ দিয়ে পেঁচানো ১৭টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা। অজ্ঞাত পলাতক ব্যক্তিকে আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়েছে।