সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ জাকির হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার মধ্যরাতে ভোমরার লক্ষীদাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
সাতক্ষীরার ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারেন লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে। পরে তাকে তল্লাশি করে কোমরে প্যাঁচানো গামছার মধ্য থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আসামিকে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ায় প্রক্রিয়া চলছে।