নিজস্ব প্রতিবেদক : রোববার দুপুরে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা পালিয়ে আসার সময় বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে মিয়ানমার পরিবেশ অশান্ত করতে চেয়েছিল। ১৮ বার তারা সীমান্ত অতিক্রম করেছে। তাদের উসকানিতে পা দেইনি। এর মানে এই নয় যে, আমরা ভীতু। তবে ওই সময় আমরা উত্তেজিত হলে যেকোনো সময় যুদ্ধ বেঁধে যেতে। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্ত আইন লঙ্ঘন করে মিয়ানমারের অ্যাপাচি হেলিকপ্টার ১৮ বার বাংলাদেশে প্রবেশ করেছিল। এর মাধ্যমে তারা আমাদের উসকানি দিয়েছিল। কিন্তু আমরা তাদের উসকানিতে পা দেইনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে বিজিবি প্রধান আরো বলেন, আমরা ১০ লাখ রোহিঙ্গাদের সুন্দরভাবে ম্যানেজ করেছি। সেজন্য আমাদের ফোর্সের মধ্যে কুইক রিয়েকশন ফোর্স চালু করতে চাচ্ছি।
মাদক চোরাচালান প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ইয়াবা নিয়ন্ত্রণ একটি বাহিনীর পক্ষে সম্ভব নয়। এটা পরিবারসহ সমাজের সবার দায়িত্ব। ইয়াবা মিয়ানমারে তৈরি হয়। ওখানে সবাই এর সঙ্গে জড়িত। এর সঙ্গে রোহিঙ্গারাও জড়িত থাকে। এছাড়া আমাদের দেশের কিছু ব্যক্তিও জড়িত আছেন। আমদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে অপরাধীকে গ্রেপ্তার করি। শুধু সীমান্তে কাজ করে এখন পর্যন্ত এক কোটির বেশি ইয়াবা ইতিমধ্যে ধরেছি। আমাদের আরেকটু সময় দেন, তাহলে ইয়াবা নিয়ন্ত্রণ করতে পারব।
আবুল হোসেন আরো বলেন, ‘আগে ৫৩৯ কিলোমিটার বর্ডার অরক্ষিত ছিল। এর মধ্যে ৪০২ কিলোমিটার বর্ডারে এরই মধ্যে বিওপি স্থাপন করা হয়েছে। আর ২০টি বিওপি স্থাপন করা হলে বাকি বর্ডারও নজরদারিতে চলে আসবে।’
কর্মকর্তাদের সঙ্গে জওয়ানদের যে দূরত্ব ছিল, সেটা এখন অনেকটা কমে গেছে, উল্লেখ করে বিজিবির মহাপরিচালক বলেন, এটা আরো কমে আসবে। যখন কেউ মনের ভাব প্রকাশের সুযোগ পায় বা চাহিদা থাকলে সেটা পুরণ হয়ে যায়, তখন আর মানুষ বিদ্রোহী হয় না। তাই আমরা জওয়ানদের চাহিদা পূরণে সচেতন আছি। যেকোনো সময়ের চেয়ে এখন কর্মকর্তাদের সঙ্গে জওয়ানদের ভালো সম্পর্ক যাচ্ছে।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ে বিজিবির গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


