আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের ইউরোপে যেতে সীমান্ত খুলে দেওয়ার হুমকি দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের একটি ভোটের উদ্যোগের পরিপ্রেক্ষিতে এরদোয়ান এ হুমকি দেন।
তিনি জানান, বিষয়টি যদি আর বেশি দূর গড়ায় তাহলে তিনি ইউরোপে শরণার্থীর ঢল বইয়ে দেবেন। প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ, ইইউ তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
ইউরোপে শরণার্থীর ঢল কমানোর জন্য গত মার্চে তুরস্ক ও ইইউর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শরণার্থীদের ইউরোপে প্রবেশে বাধা দেওয়ার বিনিময়ে তুরস্ককে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়।
এ ছাড়া সে দেশের নাগরিকদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ এবং তুরস্ককে ইইউর সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই চুক্তির পর ইউরোপে শরণার্থী প্রবেশের হার অনেকটা কমে যায়।
এদিকে এরদোয়ানের এ হুমকির পরিপ্রেক্ষিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র ইউলরিক দেমের বলেছেন, ‘চুক্তিতে সব পক্ষের স্বার্থ বিবেচনা করা হয়েছে। এখন যে পক্ষই হুমকি দিক, তা কারো জন্যই ভালো হবে না।’
তুরস্কে প্রায় ৩০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই সিরিয়ার নাগরিক। গত বছর প্রায় ১০ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই তুরস্ক হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে।
প্রসঙ্গত, তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এরদোয়ান সরকারের ব্যাপক ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ পার্লামেন্ট। তারা এ অবস্থাকে ইইউর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে।