সীমান্ত পেরিয়ে কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), বিচ্ছিন্নতাবাদী— সে যেই হোক না কেন, সীমান্ত পেরিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। আমাদের মেসেজ ক্লিয়ার।’
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি)’ প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
বিজিবির ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনীতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন করে কাউকে আহ্বান করছি না। তারা তাদের সীমানায় যুদ্ধ করুক, কিন্তু আমাদের সীমানায় আমরা তাদের ঢুকতে দেব না।
তিনি বলেন, সীমান্ত পেরিয়ে কোনোক্রমেই কেউ যেন আমাদের দেশে ঢুকতে না পারে সে জন্য সার্বক্ষণিক কাজ করছে বিজিবি।


