নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রধান শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার পিলখানা সদর দপ্তর সংলগ্ন ধানমন্ডি এলাকায় এ শাখার উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক ও ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ।
এ সময় ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ‘এ ব্যাংক বিজিবির সব বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে। এ ব্যাংক সীমান্ত এলাকায় ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সেখানকার মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, পরিচালক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।