সুইজারল্যান্ডের নামাজরত মুসল্লিদের ওপর এক ব্যক্তি গুলি

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের জুরিখ শহরে একটি ইসলামিক সেন্টারে নামাজরত মুসল্লিদের ওপর এক ব্যক্তি গুলি চালিয়েছে।

সোমবারের এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন মুসল্লি। ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চালাচ্ছে জুরিখ পুলিশ।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ঘটনাস্থলের কয়েক শ মিটার দূরে একটি মরদহে পাওয়া গেছে। তবে হামলার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা জানা যায়নি।

জুরিখ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ইসলামিক সেন্টারে প্রবেশ করেন। এ সময় কিছু মুসল্লি নামাজ আদায় করছিলেন। তাদের ওপর গুলি ছোড়া শুরু করেন ওই ব্যক্তি। ৩০, ৩৫ ও ৫৬ বছর বয়সি তিন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারী সেন্ট্রাল স্টেশনের দিকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর বয়স হবে আনুমানিক ৩০ বছর। কালো পোশাক ও কালো হ্যাট পরা ব্যক্তি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।