সুইজারল্যান্ডে নাদিয়া-নাঈম

বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডে বেশ জমিয়ে সময় কাটাচ্ছেন সময়ের জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-নাদিয়া। একটু অবসর যাপনের জন্যই সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছেন নাদিয়া।

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডে পৌঁছান তারা। তারপর থেকেই ছুটে বেড়াচ্ছেন এক শহর থেকে অন্য শহরে। পৌঁছে বেশ কিছু ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নাঈম।

এদিকে নাদিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বলেন, ‘আমি এখন সুইজারল্যান্ডে আছি। সঙ্গে রয়েছে আমার বোন ও স্বামী নাঈম। এখানে বেড়াতে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর। তাই মনে হলো- এমন সুন্দর একটি জায়গা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিৎ।’

গত বছর ১৪ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন নাঈম-নাদিয়া।  ২০১৭ সালের ১৪ জানুয়ারি ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী।  এ উপলক্ষে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন এই জুটি। দেশে ফিরেই কাজে মন দেন তারা।  আবার খানিকটা বিরতি নিয়ে উড়াল দিয়েছেন সুদূর সুইজারল্যান্ডে।